মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
৪৭তম বিসিএস প্রিলির সিলেবাসে পরিবর্তন এনেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। শুধুমাত্র সাধারণ জ্ঞান অংশে এ পরিবর্তন আনা হয়েছে, বাদ পড়েছে ৬-দফা থেকে মুজিবনগর সরকার গঠন পর্যন্ত অংশ।
পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত প্রকাশিত ৪৭ তম বিসিএস প্রিলির সিলেবাসের বাংলাদেশ বিষয়াবলী অংশে ‘বাংলাদেশের জাতীয় বিষয়াবলি’ তে রাখা হয়েছে – প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; গণ অভ্যুত্থান ১৯৬৯; বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
পূর্বে ছয়-দফা আন্দোলন, ১৯৬৬; গণ অভুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি অংশও সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল।
প্ল্যাটফর্ম/এমইউএএস