প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন মেডিকেল শিক্ষার্থী। মৃত্যুবরণ করলেন কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী শাকিল রায়হান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা যায়, গত মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড অতিক্রম করে বাসায় ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার পাঁজরের হাড়, হাত ও মেরুদণ্ড ভেঙে যায়। পরে স্থানীয় মানুষজন তাঁকে কুমিল্লার মুন হাসপাতালে নিয়ে যান। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ৪ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।


