সোমবার, ০৫ মে, ২০২৫
শিক্ষকদের চাপ কমিয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে পাঁচ দিনের একাডেমিক সপ্তাহ চালুর সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন কমিশনের সদস্যরা। ওই প্রতিবেদনে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন তারা।
এরমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ করেন। সেখানে ১২নম্বর সুপারিশে চিকিৎসা শিক্ষা সংস্কারের বিষয়টি তুলে ধরা হয়।
সুপারিশে বলা হয়েছে – ‘পাঁচ দিনের একাডেমিক সপ্তাহ চালু করে শিক্ষার কাঠামো উন্নত করতে হবে, যাতে ছাত্রদের সম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং শিক্ষকদের উপর কাজের চাপ কমে।’
আরো বলা হয়েছে– ‘মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রতিষ্ঠান সংখ্যা ও আসন সংখ্যা পুনর্বিন্যাস করতে হবে। মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ চিহ্নিত করতে হবে।’
প্ল্যাটফর্ম/এমইউএএস