শনিবার, ২৩ আগস্ট ২০২৫
রাজধানীতে অনুষ্ঠিত হয় তামাক বিরোধী ‘ইয়ুথ মার্চ ‘ অনুষ্ঠিত হয়েছে।
তামাক বিরোধী এই ‘ইয়ুথ মার্চ’ এ তরুণরা সরকারের প্রতি জোরালো এই ২ দাবি জানিয়েছেন। দাবিগুলো ছিলো-
√তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে ; এবং
√স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়াটি দ্রুত পাস করতে হবে।
এছাড়াও প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ঢাকা আহছানিয়া মিশন, ডর্প, নারী মৈত্রী, পিপিআরসি, প্রজ্ঞা, তাবিনাজ এবং অন্যান্য তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ আজকের তামাকবিরোধী ইয়ুথ মার্চের সঙ্গে সংঘতি প্রকাশ করেছে।
বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। তরুণদের মধ্যে তামাক ব্যবহারের ভয়াবহ বিস্তার জাতির ভবিষ্যতের জন্য হুমকি। তারা আরও বলেন, তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
কর্মসূচি শেষে প্রায় ১০ হাজার যুবকের স্বাক্ষরযুক্ত দাবিনামা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়।