X

মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১১ নভেম্বর, ২০২০

গত ৮ নভেম্বর (রবিবার) শাহবাগে ৪ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশ বর্বরোচিত হামলা চালায়, আহত হয় অসংখ্য শিক্ষার্থী। এর প্রতিবাদ স্বরূপ সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে মেডিকেল শিক্ষার্থীগণ।

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষ ও বেসরকারি মেডিকেল কলেজ এর ৬০ মাসের বেতন নিশ্চিত করা সহ যৌক্তিক ৪ দফা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে বিগত কয়েকদিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করেছে ১ম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। গত রবিবার (৮ নভেম্বর) তারা শাহবাগে অবস্থান নিলে একপর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।

মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত ও ঘৃণিত হামলার প্রতিবাদে গতকাল (মঙ্গলবার) সকাল ১১টা ৩০ মিনিটে মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁদপুরের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন “মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন, চাঁদপুর”। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদপুরে অবস্থানরত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীবৃন্দ।

 

এই মানববন্ধনের প্রসঙ্গে সংগঠনটির বর্তমান কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তানভীর বলেন,

“আমরা জানি, মহামারী করোনার কারণে গত ৭/৮ মাস ধরে সকল বিশ্ববিদ্যালয়সহ স্কুল কলেজ বন্ধ আছে। এরই মধ্যে আমাদের মেডিকেল কলেজগুলোও বন্ধ রয়েছে, ফলে আমাদের সামনে বিশাল সেশনজট এ পড়ার সম্ভাবনা রয়েছে। আর এই দিকে প্রাইভেট মেডিকেল কলেজ গুলোও এতদিন বন্ধ থাকার পর ও তাদের বেতন দাবি করছে যেখানে ৬০ মাসের বেশি বেতন দেওয়ার কথা না। এই কারনে গত একমাস ধরে আমরা আন্দোলন করে আসছি। গত ০৮/১১/২০ তারিখ শাহবাগ মোড়ে আমাদের ব্যাচমেটরা শান্তিপূর্ণ আন্দোলন করার সময় পুলিশ আমাদের ব্যাচমেটদের গায়ে হাত তোলা সহ লাঠিপেটা করে। এর যথাযথ বিচারের দাবিতে আজকে (১০ নভেম্বর) আমরা চাদঁপুরের বিভিন্ন জেলার মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মানববন্ধন করি।”

চাঁদপুর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করে সেখানকার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা।

অংকন বনিক:
Related Post