X

প্ল্যাটফর্মের লিগ্যাল অ্যাডভাইজার হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্না

৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির লিগ্যাল অ্যাডভাইজরের দায়িত্ব পালনে সম্মত হয়েছেন। তার লিগ্যাল ফার্ম জেড আই খান অ্যান্ড এসোসিয়েটস এর মাধ্যমে এখন হতে তিনি চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কাজের পাশাপাশি প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ আইনী বিষয় দেখভাল করছেন। ইতোমধ্যেই প্ল্যাটফর্মের অনেক কাজ তার হাত ধরে সুসম্পন্ন হয়েছে এবং অনেক আইন সংশ্লিষ্ট কাজ চলমান রয়েছে। আশা করা যায় তার সক্রিয় সহযোগিতায় একটা সময় দুষ্টের দমন আর শিষ্টের লালন করতে সক্ষম হবে প্ল্যাটফর্ম।

অ্যাডভোকেট জেড আই খান পান্না বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং এখন পর্যন্ত ৪ বার আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর নির্বাচিত সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন ‘ব্লাস্ট’ এর ট্রাস্টি বোর্ডের সদস্য, নাগরিক উদ্যোগ-এর এক্সিকিউটিভ বোর্ডের সদস্য, আইনজীবী সমন্বয় পরিষদের কো-কনভেনর এবং ‘আইন ও সালিশ কেন্দ্র ’ (আসক) এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, বাংলাদেশের গৌরবজ্জ্বল রাজনৈতিক পটপরিক্রমায়ও ছিল উনার সক্রিয় অংশগ্রহন। ১৯৭০ এর নির্বাচনে প্রার্থীদের স্বপক্ষে জোরদার প্রচারনা চালিয়েছেন ও সাংগঠনিক ক্ষমতায়ন সংক্রান্ত পরিকল্পনা করেছেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন। তারপর বরিশালে (সেক্টর নং ৯) মেজর জলিলের অধীনে মুজিব বাহিনীর সহ-অধিনায়ক হিসেবে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ছয় দফা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল কার্যক্রমের অন্যতম পুরোধা জনাব জেড আই পান্না প্ল্যাটফর্মের লিগ্যাল অ্যাডভাইজর হওয়ায় সংশ্লিষ্ট সকলেই অনেক আনন্দ প্রকাশ করেছে। চিকিৎসা পেশাজীবি সংগঠন গুলোর মধ্যে প্ল্যাটফর্ম অন্যতম একটা নাম। প্ল্যাটফর্ম তার নিজস্ব সক্ষমতা দিয়ে চিকিৎসক ও চিকিৎসক কমিউনিটির স্বার্থে অনেক দিন ধরেই স্বেচ্ছায় কাজ করে আসছে।

প্ল্যাটফর্ম ডেস্ক রিপোর্ট:
Related Post