X

শত নেতিবাচকতার ভিড়ে অনুকরণীয় দৃষ্টান্ত

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১১ নভেম্বর, ২০২০

সরকারি ব্যবস্থাপনা ও সীমিত সম্পদ নিয়েও যে বিশ্বমানের হাসপাতালে রুপদান করা যায় তার অনন্য উদাহরণ হলো মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস ও ট্রেইনিং সেন্টার।

ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এই হাসপাতালকে দেখে মনে হতে পারে বিদেশী কোন হাসপাতাল বা স্কয়ার, ইউনাইটেডের মতো দেশীয় কোন শীর্ষস্থানীয় কর্পোরেট হাসপাতাল।

১৯৭৪ সালে পথফাইন্ডার ফান্ড নামক সংগঠনের বিশেষ প্রজেক্ট হিসেবে এই হাসপাতালটি তার পথচলা শুরু করে। পরবর্তীতে ১৯৯৯ সালে সরকারিকরণ করা হয়। ১০০ শয্যাবিশিষ্ট এই মা ও শিশু হাসপাতালটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন। এটি আওরঙ্গজেব রোড,মোহাম্মদপুরে অবস্থিত।

হাসপাতালটিতে যে সকল সেবা দেয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ

১.পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ
২.মা ও শিশু স্বাস্থ্যসেবা
৩.বন্ধ্যাত্ব বিষয়ক সেবা
৪.ধাত্রীবিদ্যা সম্পর্কীয় সেবা
৫.স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ

এছাড়াও বিভিন্ন ট্রেইনিং ও গবেষণামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

হাসপাতালটির পরিচালকের দায়িত্বে রয়েছেন ডা.মুনীরুজ্জামান সিদ্দিকী। তাঁর নেতৃত্ব এবং হাসপাতালটির স্বাস্থ্যসেবাকর্মীদের নিরলস প্রচেষ্টার ফল এই আধুনিক ফার্টিলিটি সার্ভিসেস ও ট্রেইনিং সেন্টার।

Nahid Niaz:
Related Post