X

করোনা পরীক্ষা-চিকিৎসা বিনামূল্যে করবে নেপাল

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

করোনা ভাইরাস পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসাসেবা বিনামূল্যে নাগরিকদের দেয়ার কথা জানিয়েছে নেপাল।

দেশটির করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখের কাছাকাছি।
বিশেষজ্ঞরা জানান কোভিড ১৯ আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তির জন্য দেড় লাখ নেপালী রুপি জমানোর চেয়ে বাসায় আইসোলেটেড থাকাকে শ্রেয় মনে করেন। যার ফলে করোনা আক্রান্তের সংখ্যাটা সঠিকভাবে নিরুপন করা যায় না এবং এর জন্য আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মূলত করোনা পরীক্ষার প্রতি জনগনের আগ্রহ সৃষ্টির জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট দেশটির কমিউনিস্ট সরকারকে করোনা চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

আহ্বানে বলা হয়, যাদের সামর্থ্য আছে, তারা অর্থ ব্যয় করবে। যাদের নেই তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়।

দেশটির প্রধানমন্ত্রী ওলীর সহযোগী সুরিয়া থাপা জানান, সরকারি সব হাসপাতাল করোনা রোগীদের বিনামূলে সব ধরনের স্বাস্থ্যসেবা দেবে।

গত ১১ই নভেম্বর পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী নেপালে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৭০২৪ জন এবং মৃত্যুবরন করেন ১১২৬ জন। গত মঙ্গলবারে আক্রান্তের সংখ্যা ২৫৭১ জন এবং মৃত্যুবরণ করেন ১৮ জন।

তথ্যসূত্রঃ আল জাজিরা

Nahid Niaz:
Related Post