শুক্রবার, ০১ আগষ্ট, ২০২৫
মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের (স্যাকমো) ১০ম গ্রেডে উন্নীত করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। গত ১৫ জুলাই, মঙ্গলবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে এ নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ডিপ্লোমা ফার্মাসিস্টদেরও একই বেতন গ্রেড করার নির্দেশ দেয়া হয়েছে।
মোঃ তসলিম উদ্দিন খান, পরিচালক (আইইএম) ও পরিচালক (প্রশাসন) [ছুটি বিকল্প] স্বাক্ষরিত ও ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং এজাতীয় সমগ্রেডের পদধারীগণের বেতন গ্রেড ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণ’ – বিষয় সম্বলিত চিঠিতে বলা হয়েছে,
“উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি), মেডিক্যাল টেকনোলজিস্ট (ব্লাড ব্যাংক), মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি/বায়োকেমিস্ট্রি), মেডিক্যাল টেকনোলজিস্ট (রক্ত পরিসঞ্চালন) পদধারীগণের বেতনস্কেল বিদ্যমান ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয় এর নির্ধারিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।”
এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে বলেও উল্লেখ করা হয়েছে।