রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি ও চিল্ড্রেন্স-ভিশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) মিরপুর ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টা থেকে দুপুর ০৩ টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে তিনশতেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। মানবতার সেবায় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ সংগঠন প্ল্যাটফর্মের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি ডা. শরীফ শাহরিয়ার।
