রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো নতুন আরো একটি বিভাগ। আজ ১৫ অক্টোবর শনিবার মালিবাগস্থ হাসপাতালের ৪র্থ ও ৫ম তলায় উদ্বোধন হয় ডায়াবেটিক ও এন্ডোক্রাইন সেন্টার।

এ উপলক্ষে ফ্রি ডায়াবেটিক ক্যাম্পের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির সিওও ডা. নাজমুল হাসান জানান, নতুন বিভাগ চালু উপলক্ষে আজ রোগীদের বিনামূল্যে ডায়াবেটিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া ডায়াবেটিক রোগীদের ডাইটেশিয়ান (পুষ্টিবিদ) দ্বারা ফ্রি পরামর্শ প্রদান, ফ্রি রক্তের সুগার পরীক্ষা, সকল পরীক্ষায় ২০ শতাংশ ছাড়, দ্বিতীয় সাক্ষাৎকার ফ্রিসহ আরো কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়।

বিনামূল্যে ও বিশেষ ছাড়ে এসব চিকিৎসা দেন দু’জন বিশেষজ্ঞ ডা. মো. আল সাদী ও সামিরা খালেক সুকৃতি।
Next Post
ফৌজদারহাটে হবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়!
Sun Oct 16 , 2016
চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় হবে, এ নিয়ে আছে মতভিন্নতা। কেউ চাইছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয় করা হোক। আর অনেকে ফৌজদারহাটে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার পক্ষে মত দেন। এ মতভিন্নতার মধ্যেই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সম্ভাব্য স্থান হিসেবে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল ক্যাম্পাসকে চিহ্নিত করা হয়েছে। গত ১ জুলাই চট্টগ্রাম মেডিকেল […]

You May Like
-
11 years ago
সন্ধানী ফ.মে.ক. ইউনিট কতৃক বিশ্ব রক্তদাতা দিবস পালিত
-
11 years ago
Harvard MPH in Epidemiology
-
12 years ago
ভবন ধসের ঝুঁকিতে শেবাচিমের ছাত্রীরা
