ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং গতকাল ১২ এপ্রিল ২০১৯ সকাল ৮.১৫ টায় ৪ দিনের রাষ্ট্রীয় ভ্রমণে বাংলাদেশে এসে পৌঁছান। এসময়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান।
 ডাঃ লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছিলেন। আগামী ১৪ এপ্রিল তিনি ময়মনসিংহে তাঁর কলেজ পরিদর্শনে যাবেন। গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কারখানা পরিদর্শন করবেন বলেও জানা গিয়েছে।
ডাঃ লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছিলেন। আগামী ১৪ এপ্রিল তিনি ময়মনসিংহে তাঁর কলেজ পরিদর্শনে যাবেন। গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কারখানা পরিদর্শন করবেন বলেও জানা গিয়েছে।
গত ২২ মার্চ ২০১৯ সাউথ এশিয়ান মনিটরে দেয়া এক সাক্ষাৎকারে ডাঃ লোটে শেরিং জানিয়েছেন ভুটানের চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ থেকে অভিজ্ঞ চিকিৎসকদের সাহায্য কামনা করবেন।
প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর


