করোনা হাসপাতাল থেকে – ১৪ | অবহেলা করার সুযোগ নেই

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ আগস্ট, ২০২০, বুধবার

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

গেল রাতে আমার শরীরের খবর নিতে ফোন করলেন একজন ডাক্তার, যিনি সপরিবারে কিছুদিন আগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন৷ তার অবস্থা জানার জন্য অন্যদের কাছে ফোন করতাম এবং তার সুস্থতার কথা অন্যদের জানতাম৷ ভেতরের অনেক অজানা কথাই আমি জানতাম না, খুবই দুঃখজনক৷

সে নিজেই কাল যা বললো তা অনেকটা অবিশ্বাস্য মনে হল আমার৷ তার নিয়মিত অক্সিজেন লেগেছে, আইসিইউতে থাকতে হয়েছে কয়েকদিন, ইনজেকটেবল ওষুধ লেগেছে, লেগেছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা; শুধু ভেন্টিলেটরে যাওয়া বাকি ছিল৷

যখন ফুসফুস ৪০% আক্রান্ত তখন মুখে ওষুধ চলছিল৷ কেবিনেই অক্সিজেন দিতো৷ ওষুধের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হল, মুখে ফাঙ্গাল ইনফেকশন৷ ওষুধ বন্ধ করা হলে সিএমএইচের সুপরিচিত মুখ কর্নেল সাহেবের ফুসফুস ৬০% আক্রান্ত হয়ে যায় এবং তাকে দ্রুত আইসিইউতে শিফট করা হয়৷ সেখানে কনসালটেন্ট ফিজিশিয়ান, চিফ ফিজিশিয়ান মিলে কাল বিলম্ব না করে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে আইভি ওষুুুধ দেওয়া শুরু করে ও ম্যাজিকের মতো কাজ করে৷ অতঃপর ক্রমশ সে সুস্থতার দিকে পা বাড়ায়৷

অতএব কোনভাবেই খুব হালকাভাবে বিষয়টিকে নেয়ার সুযোগ নেই, অবহেলা করা হবে চরম বোকামি৷ যাদের ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ আছে তাদের সে সুযোগটুকু অবশ্যই কাজে লাগাতে হবে৷ কভিড রোগীদের বেঁচে থাকার জন্য অদম্য ইচ্ছা ও নিজস্ব আন্তরিক প্রচেষ্টার বিকল্প নেই৷ এর সাথে উন্নত চিকিৎসা সেবা তো আছেই।

Subha Jamil Subah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

কোভিড-১৯: আরো ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৭ জন

Wed Aug 19 , 2020
প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৯ আগস্ট, ২০২০ গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ২,৭৪৭ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৪১ জন এবং আরোগ্য লাভ করেছেন ২,৯১৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ২,৮৫,০৯১ জন, মোট মৃতের সংখ্যা ৩,৭৮১ জন এবং সুস্থ হয়েছেন মোট ১,৬৫,৭৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo