প্ল্যাটফর্ম নিউজ, ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৭০ জন। বুধবার নতুন ২৮ জন করোনায় আক্রান্তের তথ্য দেয়া হয় এই দফতর থেকে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লাতে করোনার সংক্রমণ হার আগের তুলনায় কিছুটা কমেছে।

আশার বিষয় এই যে, দেশের অন্যতম করোনাভাইরাসের হটস্পট কুমিল্লায় করোনা ভাইরাস থেকে গত বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৫ শত ৯৭ জন এবং সুস্থতার হার ৭৯.১৬%। তবে বুধবার পর্যন্ত সরকারি হিসেবে কুমিল্লা জেলায় মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন।
সিভিল সার্জন সূত্র থেকে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১২ জন, আদর্শ সদর উপজেলায় ৩ জন, বরুড়া উপজেলায় ২ জন, সদর দক্ষিণ উপজেলায় ১ জন, লাকসাম উপজেলায় ১ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ৩ জন, বুড়িচং এ ১ জন, মেঘনা উপজেলায় ১ জন, দেবিদ্বার উপজেলায় ৩ জন ও মুরাদনগর উপজেলায় ১ জন সহ মোট ২৮ জন এর শরীরে করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়।
তবে গতকাল জেলায় কোন মৃত্যুর খবর পাওয়া যায় নাই।
তথ্যসূত্র: সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা

