মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জের তত্ত্বাবধায়কের নাম দিয়ে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বক্তব্য প্রকাশের প্রতিবাদ করেছে তত্ত্বাবধায়কের কার্যালয়।
মঙ্গলবার তত্ত্বাবধায়ক ডা. মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে –

“ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সংগঠনটির অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্ক্রিনশট-এ দেখতে পাই, কালের কণ্ঠ ই-পেপার পত্রিকায় প্রকাশিত “চিকিৎসা সংকটে মেডিকেল এসিস্ট্যান্টের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন। তিনি বলেন মেডিকেল এসিষ্ট্যান্টদের চিকিৎসা সেবা দেওয়ার অনুমতি আছে। তারা আমাদের এই চিকিৎসক সংকটের মধ্যে পাশে থাকায় আগত হাজার হাজার রোগীকে চিকিৎসা সেবা দিতে সহজ হচ্ছে। অনেকেই আবার তাদের ভুয়া ডাক্তার বলে প্রচার করে, যা সঠিক নয়।”
উক্ত সংবাদটি ভুয়া, অপ-প্রচার এবং গুজব। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার নিবন্ধিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেডিকেল এসিস্ট্যান্ট শিক্ষার্থীগণ কোর্স কারিকুলাম অনুযায়ী দক্ষতা অর্জনের লক্ষ্যে অত্র হাসপাতালে ০৬ (ছয়)/ ০৯ (নয়) মাসের হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। তারা মেডিকেল সহকারি হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন, কখনো ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন না। তাদের কর্মপরিধি কখনোই একজন চিকিৎসককে প্রতিস্থাপন করতে পারে না। শিক্ষার্থীগণ অত্র হাসপাতালের রোষ্টার মোতাবেক অন্তঃবিভাগ, জরুরি বিভাগ এবং বহিবিভাগ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
চিকিৎসকের সংকট থাকলেও অত্র হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। মেডিকেল এসিস্ট্যান্টগণ কর্তৃক অত্র হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা কখনো দেওয়া হয় না। তারা মূলত চিকিৎসা সেবাদানের বিষয়গুলো চিকিৎসকদের কাছ থেকে শিক্ষা নিয়ে থাকেন।
উল্লেখিত সংবাদটিতে মেডিকেল এসিস্ট্যান্ট চিকিৎসা দেওয়া বিষয়টি আমার নাম উল্লেখ করে প্রচার করেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদটি কখন প্রকাশিত হয়, তাহা আমার দৃষ্টিগোচর হয় নাই বিধায় সাথে সাথে প্রতিবাদ করি নাই। যখন স্ক্রিনশট দেখি তখনই আমি সংবাদটির প্রতিবাদ জানাই।
উক্ত বিষয়ে কালের কণ্ঠ ই-পেপার পত্রিকায় আমার নাম দিয়ে প্রকাশিত সংবাদটির প্রতিবাদসহ সঠিক সংবাদ প্রচারে বিষয়ে সকল সাংবাদিকদের অনুরোধ করা হলো।”
প্রতিবাদলিপিটি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে।
প্ল্যাটফর্ম/
