August 19, 2017 12:18 am
তথ্যপ্রদানেঃমীর শওকত নেওয়াজ নিরব
কিশোরগন্জ জেলা বিএমএ কতৃক গ্রহীত পদক্ষেপ;
ধন্যবাদ কিশোরগন্জ জেলা বিএমএ
উল্লেখ্য যে:-
কিশোরগন্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম লেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ইন্টার্ণ চিকিৎসেক উপর হামলা করেছে রোগীর লোকজন।
উক্ত মেডিকেল কলেজের “হাসপাতালের” কাজ এখনো সম্পন্ন না হওয়ায় বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১ম ব্যাচ SN-1 খুবই কষ্ট করে ফুলটাইম ডিউটি পালন করছে।
আজ বিকালে CCU তে ভর্তি থাকা প্রায় ৭০ বছরের এক MI with STROKE এর পুরুষ রোগী হঠাৎ খারাপ হয়ে যায়। দুপুরের পর থেকে ০৫ বার ফলোআপ দেওয়ার পরও রোগী মারা যায়। রোগীর লোকজনকে বারবার রোগীর অবস্থা অবগত করার পরও রোগী মারা যাওয়ার পর রোগীর লোক ক্ষিপ্ত হয়ে ইন্টার্ণ চিকিৎকের উপর হামলা করে এবং ০২টা ECG মেশিন সহ হাসপাতাল ভাংচুর করে।
শেষ পর্যন্ত সেই হামলাকারী লোকটাকে পুলিশে সর্পদ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
বিস্তারিত আসছে….