X

শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে গ্রীন লাইফ মেডিকেল কলেজ | শীত বস্ত্র বিতরন কর্মসূচি

শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে গ্রীন লাইফ মেডিকেল কলেজ।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো শীতার্ত মানুষদেরকে একটু উষ্ণতা দিতে পাশে দাঁড়ালো গ্রীন লাইফ মেডিকেল কলেজ। ১৭ই জানুয়ারি মধ্যরাতে গ্রীণ লাইফ মেডিকেল কলেজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন,অধ্যক্ষ অধ্যাপক ডা. এম.এ আজহার এবং কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় শিক্ষার্থীরা ঢাকার রাস্তায় পরে থাকা ৩০০ ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শিক্ষার্থীরা বলেন, ” মানুষগুলো কোনো নির্দিষ্ট সংস্থা কিংবা প্রতিষ্ঠানের জন্য অপেক্ষা করে না। তাদের অপেক্ষা থাকে কিছু উষ্ণ কাপড়ের জন্য।আমরা কেবল প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে নয়। বরং মানবিক দায়িত্ববোধ থেকেই এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াই।এর মাধ্যমে সমাজের দুস্থ মানুষের যেমন সহযোগীতা করা হয়, তেমনি এধরনের কর্মকান্ডে অংশগ্রহণ তাদের সামাজিক মূল্যবোধ তৈরী করবে। তারা আশা করেন, এধরনের সামাজিক কার্যক্রমে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এগিয়ে আসবে।মানুষ দেখে দেখে শিখে। আমাদের একটি মানবিক কাজ অনেক মানুষকে উদ্বুদ্ধ করবে।”

ওয়েব টিম:
Related Post