X

দ্রুত আরও ১০ হাজার ডাক্তার নেয়া হবেঃ একাত্তর জার্নালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

প্ল্যাটফর্ম নিউজ ডেস্কঃ ৩৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমেই আরও দশ হাজার ডাক্তার নেয়া হবে, এমনই ইঙ্গিত দিলেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। একাত্তর টেলিভিশনে প্রচারিত একাত্তর জার্নালে টেলিভিডিওর মাধ্যমে আলোচনার এক পর্যায়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুত আরও ১০ হাজার ডাক্তার নেয়া হবে৷ স্বাস্থ্য খাতে বাংলাদেশ সরকারের উন্নতি শীর্ষক বক্তব্য প্রদানের সময়, উক্ত তথ্য জানান তিনি।
তিনি বলেন, “দশ বছরে আমরা প্রায় ১১ হাজার ডাক্তার নেয়ার প্রক্রিয়া শেষ করেছি। আরও ১০ হাজার ডাক্তার আমরা খুব সম্প্রতি নেয়া হবে, আমাদের ভাইভা গ্রহন চলছে, এটার সব প্রক্রিয়া প্রায় শেষ পথে। খুব দ্রুত আমরা ভাইভা গ্রহন শেষ করে, এদেরকে আমরা পদায়ন করবো”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরও বলেন, “এবং সেই সাথে আপনারা জানেন যে, একুশ হাজার নার্স নিয়োগ প্রক্রিয়া ১০ বছরে শেষ হয়েছে। আমরা আরও নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করছি।

আসলে কিভাবে আমাদের স্বাস্থ্য সেবাটা মানুষের ডোর গোড়ায় পৌছে দেয়া যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

১৭ তারিখ, মঙ্গলবার রাত ১২ টার কিছু পরে, একাত্তর জার্নালে মাননীয় মন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর চেয়ারম্যান ড. মোঃ সাদিক এর পূর্বে জানিয়েছিলেন, ৩৯ তম বিশেষ বিসিএস এর ভাইভার রেজাল্ট নিয়ে কাজ শুরু করেছে পিএসসি। এপ্রিলেই ভাইভার রেজাল্ট দেয়ার চেস্টা করা হবে।

গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেন।

স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য গত বছরের ১০ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা দিতে শুরু করেন। কয়েকটি ব্যাচে বা গ্রুপে মৌখিক পরীক্ষা আয়োজন করে পিএসসি। আগামী ৭ মার্চ শেষ ব্যাচের মৌখিক পরীক্ষা শেষ হবে।

ওয়েব টিম:
Related Post