X

৫০ লাখ রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষার সুযোগ

২০ ফেব্রুয়ারি, ২০২০ 

ইনোভেশন প্লেস বাংলাদেশ এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিবন্ধিত ৫০ লাখ রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) পরীক্ষা করবে ইনোভেশন প্লেস বাংলাদেশ৷

ইনোভেশন প্লেস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং সিইও নিউইয়র্কের Eye and Ear Infirmary,Icahn School of Medicine at Mount Sinai এর সহযোগী অধ্যাপক ড. আলাউদ্দীন ভূঁইয়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) স্ক্রিনিং সফটওয়্যার নির্মাণের নেতৃত্ব দিচ্ছেন৷ অত্যাধুনিক প্রযুক্তির এই টুলসের নিরীক্ষণ নির্ভুলতার পরিমাপ ৯৮ শতাংশ৷

বাংলাদেশে প্রায় এক কোটি ১০ লাখ লোক ডায়াবেটিস এ আক্রান্ত এবং এর একটি বড় অংশ ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) সংশ্লিষ্ট অন্ধত্বের হুমকির মুখে রয়েছে৷ বর্তমানে প্রায় ২৭ শতাংশ ডায়াবেটিক রোগী বিভিন্ন ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) এ আক্রান্ত৷ (আইডিএফ এর রিপোর্ট অনুযায়ী আনুমানিক ২৯ লক্ষ ৭০ হাজার)

আক্রান্ত হওয়ার আগে বা শুরুতেই প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) আক্রান্ত রোগীদের শতকরা ৯০ ভাগকে অন্ধত্ব থেকে রক্ষা করা যায়৷ তাই এ বিপুল সংখ্যক রোগীর স্ক্রিনিং এর জন্য প্রয়োজন নির্ভুল এবং কার্যকরী টুলস,যা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ সফটওয়্যার (myhealth TM) এর মধ্যে৷ এটি প্রাথমিক পর্যায়ের ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) নিরীক্ষণ এবং প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম৷

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

Special Correspondent:
Related Post