X

অমর একুশে বইমেলা ২০২০ এ ডা. রাহনূমা পারভীনের থ্রিলার স্বপ্নবাজি

অমর একুশে বইমেলা মুজিববর্ষ ২০২০ এ পেন্সিল প্রকাশনীর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা উপন্যাস নির্বাচিত হয়েছে স্বপ্নবাজি। বইটির লেখক ডাঃ রাহনূমা পারভীন। বইটির প্রচ্ছদশিল্পী রাতুল খান।

লেখক রাহনূমা পারভীন এর জন্ম ঢাকায়, ১৯৮১ সালের ২২ মার্চ। তিনি কৃতিত্বের সাথে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ভিকারুননিসা নুন কলেজ থেকে এইচএসসি পাশ করার পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং পরবর্তীতে মেডিসিনে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি সিঙ্গাপুরের বিখ্যাত ন্যাশনাল ক্যান্সার সেন্টার থেকে মেডিকেল অনকোলজীতে এক বছরের হাতেকলমে ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তার স্বামী একজন ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট (রক্তরোগ বিশেষজ্ঞ) এবং তাদের এক পুত্রসন্তান রয়েছে। সরকারী চাকরীর পাশাপাশি তিনি নিয়মিত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বিনামূল্যে সেবা দিয়ে থাকেন।

ক্যান্সার নিয়ে জনমনে সচেতনতা তৈরির জন্য একপ্রকার সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি বেশ কয়েক বছর ধরে নিয়মিত লিখে যাচ্ছেন পত্রপত্রিকায়, অনলাইন নিউজ পোর্টালে এবং ফেসবুকে। সেই সূত্র ধরেই পেন্সিল নামক ফেসবুক গ্রুপে লেখালেখি করতেন। ক্যান্সার নিয়ে লেখালেখির বাইরে মাঝেমাঝে প্রবন্ধ, গল্প ও কবিতা লেখেন। তার স্বপ্ন দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী একসময় সুলভমূল্যে ক্যান্সার চিকিৎসা পাবে। তিনি আরও স্বপ্ন দেখেন একটি অসাম্প্রদায়িক, দূর্নীতিমুক্ত সম্ভাবনাময় বাংলাদেশের।

চলুন জেনে নেয়া যাক কী আছে স্বপ্নবাজি উপন্যাসে?

আমরা সবাই জীবনের বড় একটা সময় স্বপ্ন দেখে কাটাই, কখনো ঘুমে, কখনো জাগরণে। রঙিন স্বপ্নের ভেলায় চড়ে আমরা পাড়ি দেই যুগ যুগান্তর, দেশ দেশান্তর। কিন্তু আমাদের হৃদয়ে লুকিয়ে থাকা স্বপ্নবাজ সত্ত্বাটিকে বাইরে আনার সাহস দেখাই হয়তো হাতে গোনা কয়েকজন। আর এই গুটিকয়েকের মাঝে দু’একজন আবার অন্য সবাইকে ভালো মানুষ হওয়ার, ভালো কিছু করার আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। তাদের স্বপ্নবাজি আমাদের স্বপ্নবাজ হতে শেখায়। তাদের দেখানো পথে আমরা প্রাণখুলে হাসতে শিখি, শ্রাবণের অঝোরধারা বৃষ্টিতে ভিজতে শিখি, পূর্ণিমা রাতে জ্যোৎস্নায় ভাসতে শিখি, আর এসবের ফাঁকে ফাঁকে দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে শিখি।

এমনই এক স্বপ্নবাজ দেশবরেন্য কবিকে একবার নৃশংসভাবে হত্যার প্রচেষ্টা চালানো হয় স্বপ্নবাজি উপন্যাসে। কবি মারা না গেলেও হত্যাচেষ্টাকারী গনপিটুনিতে মারা যায়। অন্যদিকে ভিসেরা পরীক্ষার অফিসে কাজ করে জুনিয়র কেমিকেল এক্সামিনার শিরিন। ময়নাতদন্তের ভিসেরা পরীক্ষা করে রিপোর্ট দেয়া তার কাজ। ভীষণ মেধাবী এই মেয়েটির দেশের বাইরে অনেক কাজের সুযোগ থাকা সত্বেও দেশের ভেতর এই অদ্ভুত পেশায় কাজ করতেই বেশি আগ্রহী। কারণ সে নিজেও একজন নিভৃতচারী স্বপ্নবাজ। একজন দেশবরেন্য কবির ব্যর্থ হত্যাচেষ্টাকারীর কেসটা যখন দৈবক্রমে শিরিনের হাতে পড়ল, তখন থেকে শুরু হলো নানা শ্বাসরুদ্ধকর অদ্ভুত ঘটনা!

স্বপ্নবাজ কেমিকেল এক্সামিনার শিরিনকে সেসব ঘটনা কোথা থেকে কোথায় নিয়ে যায়, তারই গল্প “স্বপ্নবাজি”। একজন স্বনামধন্য, স্বপ্নবাজ এবং ভীষণ জনপ্রিয় একজন মানুষকে যেদিন কুপিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে নৃশংসভাবে আক্রমণ করা হলো, সেদিন থেকেই এই উপন্যাসের যাত্রা শুরু! কাহিনীর কিছু কিছু জায়গায় তাঁর সেই ভয়াবহ অভিজ্ঞতার ছায়াও পড়েছে সচেতনভাবেই।

 

স্বপ্নবাজি বইটির মূল্য বইমেলা উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে ২২২/-। বইটি পাওয়া যাচ্ছে ঢাকা বইমেলার পেন্সিল প্রকাশনীর ৩১৪ নাম্বার স্টলে। এছাড়া চট্টগ্রাম বইমেলার পেন্সিল স্টলেও বইটি পাওয়া যাচ্ছে। রকমারিতে https://www.rokomari.com/book/194921/swapnabaji এই লিংকে বইটি অর্ডার করা যাবে। শিরিনের স্বপ্নবাজির যাত্রায় এবার চলুন আমরাও সামিল হই।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ জামিল সিদ্দিকী

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post