X

৩৯ তম বিশেষ বিসিএস এ সুপারিশকৃত ৩৮ প্রার্থীকে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

২০ ফেব্রুয়ারি, ২০২০
৩৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ সুপারিশকৃত ৩৮ জন প্রার্থীকে কেন নিয়োগ প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ.আর.এম নাজমুল আহসান ও বিচারপতি কে.এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারি করা হয়।

উক্ত বিসিএস এ নিয়োগ না পাওয়া ৩৮ প্রার্থী গত সপ্তাহে হাইকোর্টে দুটি পৃথক রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল আল মাহমুদ বাশার ও এএজি সাইফুল আলম।

রিট আইনজীবী সিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, সরকারি কর্ম কমিশন ৩৯তম বিসিএস (বিশেষ) এ সর্বমোট ৪ হাজার ৭৯২ জনকে নিয়োগের সুপারিশ করে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনে ৪ হাজার ৬২৯ জনকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দিলেও রিট
আবেদনকারী ৩৮ জনকে অদ্যবধি নিয়োগ প্রদান করা হয়নি।

এ অবস্থায় নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ও সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের আরজি নিয়ে সুপারিশপ্রাপ্ত মো. আবদুল্লাহ আল মামুনসহ ৩৮ জন পৃথক দুটি রিট করেন।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post