শনিবার, ০৩ মে, ২০২৫
২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালে বর্তমানে দৈনিক তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে যান। হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ছয় শতাধিক রোগী। পাশাপাশি ৫০০ শয্যা বিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক চিকিৎসা নিচ্ছে ২৫০০ এর অধিক রোগী। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থার বরাতে জানা গেছে এমন তথ্য!
খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও চিকিৎসকদের পেশাদারিত্বের মানোন্নয়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক উদ্যোগ নিয়েছে। এর পরপরই খুলনা নগরীর সরকারি হাসপাতালগুলোতে শয্যার তুলনায় রোগীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সকল ধরনের উন্নয়ন হলেও শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগীর চিকিৎসা দেয়ার ফলে চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিত করা দুষ্কর হয়ে পড়বে। তবে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফেরাতে সামগ্রিক এই পরিবর্তন প্রয়োজন বলেও মনে করছেন তারা।
৫০০ শয্যাবিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম চিকিৎসা কেন্দ্র। এ হাসপাতালে দৈনিক আড়াই হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যা ধারণক্ষমতার পাঁচগুণেরও বেশি।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, কয়েক বছর আগেও এ হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ২০০ থেকে দেড় হাজার রোগী চিকিৎসা নিতেন। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকায় হাসপাতালের বারান্দা ও সিঁড়িতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে অতিরিক্ত ভীড় সত্ত্বেও চিকিৎসকরা সার্বক্ষনিক নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদানের পাশাপাশি বাড়তি রোগীর চাপ সামলাতে জরুরি বিভাগে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে প্ল্যাটফর্মকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, ‘এই হাসপাতাল ধীরে ধীরে পদ্মার দক্ষিণ তীরের বাসিন্দারে জন্য মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হচ্ছে। খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসাসেবা নিতে এখানে আসছেন। তাদের চাহিদা মতো সেবা দিতে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরোপুরি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই।’
ডা. মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালটি বর্তমানে সক্ষমতার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি রোগীকে সেবা দিচ্ছে। তবে রোগীর সংখ্যা যতই বাড়ুক, সবাই যেন চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’
অন্যদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালেও বর্তমানে দৈনিক তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে যান। হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ছয় শতাধিক রোগী!
খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে প্ল্যাটফর্মকে জানানো হয়েছে, বিভাগের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে নিয়মিত সরকারি টাস্কফোর্সের পরিদর্শন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে তদারকি ও জবাবদিহিতা বৃদ্ধি করা হয়েছে। বাড়তি চাপের মধ্যেও রোগীদের তেমন কোন অভিযোগ পাওয়া যাচ্ছে না। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্ল্যাটফর্ম/এমইউএএস