X

২০১৭-১৮ শিক্ষাবর্ষে সরকারী মেডিকেলে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বাড়ল ১০৬ টি।

এ বছর এমবিবিএস(সরকারী) কোর্সে মোট আসন সংখ্যা ৩৩১৮। গত বছর যা ছিল ৩২১২ টি। একই সাথে মুক্তিযোদ্ধা কোটায় ৬৭ টি এবং আদিবাসী কোটায় ২০ টি আসন সংরক্ষিত থাকছে।
নতুনভাবে আসন বেড়েছেঃ
————————————–
-ফরিদপুর মেডিকেল কলেজ=২৮ টি।
-কুমিল্লা মেডিকেল কলেজ=২৮ টি।
– সদ্য শুরু হতে যাওয়া হবিগঞ্জ মেডিকেল মেডিকেল কলেজ=৫০ টি।
তাছাড়া প্রতিবছর মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে গিয়ে দেখা যায় ঢাকার মেডিকেল কলেজের কেন্দ্রগুলোতে বেশ চাপ পড়ে। যে কারণে এবার স্বাস্থ্য মন্ত্রনালয় ঢাকার বাইরের মেডিকেলের কেন্দ্র গুলোয় অন্যান্য বছরের তুলনায় বেশি সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছে। যে কারণে পরীক্ষার্থীরা তাদের সুবিধামতো নিজের কাছাকাছি পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার সিস্টেমেও এসেছে পরিবর্তন। কোন শিক্ষার্থী যদি গত বছর সরকারী এমবিবিএসে ভর্তি হয়ে, এ বছর আবারও ভর্তি পরীক্ষায় অংশ নেয় তাহলে ৭.৫ মার্ক কাটা যাবে। আর ২০১৬ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে ২০১৭ তে ভর্তি পরীক্ষায় ২য় বার অংশ নিতে চাইলে তার ০৫ মার্ক কাটা যাবে। ভর্তি পরীক্ষা হবে ০৬ ই অক্টোবর। ভর্তিপরীক্ষায় অংশ নেয়ার আবেদনের সময়সীমা ২৪ আগস্ট থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

নিউজ সোর্স: www.dghs.gov.bd

রিপোর্টারঃ

জামিল ওসমান

ফরিদপুর মেডিকেল কলেজ

ওয়েব টিম:
Related Post