X

ফরিদপুর মেডিকেল কলেজে “ডা: কামরুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৭” অনুষ্ঠিত।

প্রতিবারের ন্যায় ফরিদপুর মেডিকেল কলেজে এবারও অনুষ্ঠিত হল, ডা. কামরুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। তবে, এবারে এই আয়োজনের একটু অন্য রকম বিশেষত্ব রয়েছে।
অনেক দীর্ঘ সময় অতিক্রম করে, স্থায়ী ক্যাম্পাসে ফরিদপুর মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে প্রায় এক বছর হল।


নতুন ক্যাম্পাসে প্রথম ফুটবল টুর্নামেন্ট! এক্স এফ-এম-সিয়ানদের জন্য ক্যাম্পাসে ফুটবল টুর্নামেন্ট মানেই অনেক গল্পের স্মৃতি। তারই ধারাবাহিকতায়, ডা: কামরুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে অনেক জল্পনা কল্পনা শেষে অদম্য ২৫ কে ০৫-০২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্যাবুলাস -২৪ ব্যাচ। প্রথমে দুই গোলে এগিয়ে ছিল, অদম্য ২৫। শেষে খেলার নাটকিয়তার মোরে, চ্যাম্পিয়নের ট্রফি ঘর তোলে টিম ফ্যাবুলাস ২৪ এবং রানার্স আপ হয় টিম অদম্য ২৫।

টুর্নামেন্টের সার্বিক তত্তাবধায়ন এবং আয়োজনে ছিল ফরিদপুর মেডিকেল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ এস,এম খবীরুল ইসলাম খবীর স্যার এবং এফ-২২ ব্যাচ।
পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল নানা অঘটন এবং উন্মাদনা। প্রথম ম্যাচেই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট টিম এক্সট্রিম -২২ কে হারিয়ে দেয় ক্যাম্পাসের জুনিয়র ব্যাচ অনির্বান -২৬।।
গ্রুপ পর্বে নানা চড়াই উতরাই পেরিয়ে ২২,২৪,২৫ এবং ২৬ ব্যাচ পায় সেমিফাইনালের টিকেট।
সেখান থেকে ফাইনালে উঠে ২৪ ও ২৫ ব্যাচ।

ফাইনালে প্রথমে ০২ গোলে পিছিয়ে থাকলেও দৃড় মনোবল এবং ভালো খেলার মাধ্যমেই ২৪ ব্যাচের ফুটবল দল, তাদের ব্যাচ কে চ্যাম্পিয়নের নোঙরে নিয়ে যেতে সক্ষম হয়।
চ্যাম্পিয়ন= ফ্যাবুলাস -২৪ ব্যাচ
রানার্স আপ=অদম্য ২৫ ব্যাচ।
ফাইনাল ম্যাচ রেজাল্টঃ
অদম্য ২৫= ০২ (আশিক ০১)
ফ্যাবুলাস ২৪= ০৫ (তরিকুল ০৩,চমন ০২)
টুর্নামেন্টের সেরা গোলকিপার=মহিন হোসাইন (২৬ ব্যাচ)
উদীয়মান খেলোয়াড়=রাজীব বিশ্বাস(২৬ ব্যাচ)
ম্যান অব দ্যা ফাইনাল= তরিকুল ইসলাম(২৪ ব্যাচ)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট= দিদারুব আলম চমন ( ২৪ ব্যাচ ফুটবল টিমের ক্যাপ্টেন যিনি ০৯ টি গোল করেছেন)

উল্লেখ্য, ফরিদপুর মেডিকেল কলেজ হাড়োকান্দি,৫০০ বেড হাসপাতাল সংলগ্ন স্থানে
স্থায়ী ক্যাম্পাসে রুপ পাওয়ার পর এটিই প্রথম অনুষ্ঠিত টুর্নামেন্ট।

 

প্ল্যাটফর্ম নিউজ ডেস্ক

ক্যাম্পাস রিপোর্টার -জামিল ওসমান (ফ.মে.ক)

ওয়েব টিম:
Related Post