X

দোহারে বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিলো ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে দোহারে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ এবং বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসাসেবা বিতরণ করেছে প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও পথিকৃৎ


নামক সংগঠন। গত রবিবার ২৭ আগস্ট দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ত্রাণ বিতরণ করে প্রতিষ্ঠানটির চিকিৎসক, শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এর পক্ষ থেকে । এতে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজ।

এসময় নারিশার ৫২০ বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয় মাঠে। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, বিস্কুট, মোম ও ম্যাচ ইত্যাদি। ত্রান বিতরণের পরে প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসকদের পরিচালনায় প্রায় ৯৮৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ।

এ সময় তারা বলেন, ‘বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে হাত বাড়ায়। এবারও বন্যাকবলিত এলাকায় উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থ মানুষকে সহায়তা করা হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে।’

সংবাদ দাতা: বনফুল রায়

Banaful:
Related Post