X

শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্ল্যাটফর্মের উদ্যোগে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ অনুষ্ঠিত

বলা হয়ে থাকে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হলে যে পরিমান ভয়াবহতার সম্মুখীন হবো তার থেকে বেশি ভয়াবহতার সম্মুখীন হবো যদি এন্টিবায়োটিক রেজিস্টান্স হয়ে যায় শরীর। এন্টিবায়োটিক রেজিস্টান্সের ভয়াবহতা তুলে ধরতে প্রতিবছর বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়।
গত ১৯ নভেম্বর এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে শের ই বাংলা মেডিকেল কলেজ,বরিশালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্ল্যাটফর্ম এবং ডিজি হেলথের যৌথ উদ্যোগে, এই প্রোগ্রাম আয়োজন করার দায়িত্ব
পালন করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃভাস্কর সাহা। সার্বিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফল করায় নিরলস শ্রম প্রদান করেন প্ল্যাটফর্ম প্রতিনিধিগন।
অনুষ্ঠানটির পূর্ববর্তীদিন সন্ধ্যায় পোস্টারিং করা হয়।১৯ নভেম্বর সকাল ১১ টায় প্ল্যাটফর্ম প্রতিনিধিগন আউটডোরে সাধারন মানুষদের সচেতনতার মধ্য দিয়ে দিনের কাজ শুরু করেন।এর পর লিফলেট বিতরন করা হয়।
মেডিসিন ১ এর বিভাগীয় প্রধান অধ্যাপক সাইদুর রহমান উক্ত অনুষ্ঠানের সাথে একাত্বতা প্রকাশ করেন।
সর্বশেষে গনসাক্ষরতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
প্ল্যাটর্ফম ও ডিজি হেলথ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সচেতনতা সপ্তাহে, পার্টনার হিসেবে রয়েছে WHO, টেলিনর ও রেডিও টুডে।

ফিচারঃঃ
নাহিদ নিয়াজ
৪৮ তম ব্যাচ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ

ওয়েব টিম:
Related Post