X

অপারেশন থিয়েটার’,কেন অপারেশন রুম না!

অপারেশন থিয়েটার পরিস্কার জীবাণুমুক্ত রুম যা রোগীর অপারেশনের জন্য ব্যবহার করা হয়।

পূর্বে অপারেশন থিয়েটার লেকচার গ্যালারির মত ছিল। রুমের মাঝে অপারেশন করার জায়গা আর চারিদিকে শিক্ষার্থী এবং অন্য ডাক্তারদের বসার জন্যে গ্যালারির ব্যবস্থা।এ জন্য বলা হত অপারেশন থিয়েটার। ডাক্তাররা সাধারণ কাপড়ের উপর এপ্রন পরে অপারেশন করতেন,রক্তের দাগ এড়াতে। এমনকি আনস্টেরিলাইজড যন্ত্রপাতি ব্যবহার করতেন।হাতেও কিছু পরতেন না।

১৮৮৪ সালে জার্মান সার্জন গুসতাভ নিউবের তার নতুন আবিস্কৃত অটোক্লেভ মেসিন দিয়ে স্টেরিলাইজাইড অপারেশনের সাথে পরিচিত করান।
১৮৮৫ সালে তিনি একটি প্রাইভেট হাসপাতাল তৈরি করেন।সেখানে অপারেশন থিয়েটারের দেয়াল,মেঝে এবং ডাক্তাররা হাত,মুখ মারকারি ক্লোরাইড দিয়ে পরিস্কার করতেন। তিনি সংক্রামিত রোগের রোগীদের অপারেশনের জন্য আলাদা অপারেশন থিয়েটারের প্রচলন করেন। ১৮৯০ সালে উইলিয়াম হালস্টেড হাতের গ্লভস আবিষ্কার করেন।

পুরনো পদ্ধতির কিছু অপারেশন থিয়েটার আজ মিউজিয়াম হিসেবে রাখা আছে।ছবিতে লন্ডনের এমনই একটি অপারেশন থিয়েটার।

আরেকটি ছবিতে ১৮৮৯ সালে ডাক্তার এগনিউয়ের ক্লিনিকের একটি অপারেশনের দৃশ্য।

সময়ের সাথে প্রয়োজনের তাগিদে বিভিন্ন পরিবর্তনের পর অপারেশন থিয়েটার আজ এই আধুনিক রূপে এসেছে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

Mahbubul Haque:
Related Post