X

শেবাচিম হাসপাতালে রোগীর দালালদের জরিমানা

দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র ভরসার স্থান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন বহু রোগী দূরদূরান্ত থেকে বিনামূল্যে এবং স্বল্পমূল্যে এখানে চিকিৎসা নিতে আসে। কিন্তু বিভিন্ন হাসপাতালের দালালদের প্রতারণার শিকার হয়ে রোগীরা এতোদিন সুচিকিৎসা পাচ্ছিল না।

সম্প্রতি বিষয়টি নজরে আসে হাসপাতাল পরিচালক ডা. মো. সিরাজুল ইসলামের। তিনি র‍্যাব কার্যালায়ে অভিযোগ করে একটি লিখিত চিঠি প্রেরণ করেন এবং অত্র হাসপাতালের ডা. রেজায়ানুর আলমকে দায়িত্ব দেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ৭ জন রোগীর দালালকে আটক করেছে র‌্যাব।

গতকাল দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক হাছান আলী এবং এএসপি কফিলউদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে রোগীর দালাল জাকির হোসেন, ফিরোজুল ইসলাম, আলমগীর হোসেন, আক্কাস হোসেন, মিঠুন কুমার সোম, রুবেল খান ও আব্বাসউদ্দিনকে আটক করা হয়।

পরে আটক ৭ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিকের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচারক উর্মি ভৌমিক টাউট আইন ১৮৭৯ এর ৩ ও ৬ ধারায় আটক ৭ জনের প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার মুচলেকা রেখে জরিমানা আদায় সাপেক্ষ আটককৃতদের মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালত।

সংবাদদাতা: বনফুল রায়

Banaful:
Related Post