X

লক্ষ্মীপুরে করোনা সন্দেহে মৃত ব্যক্তির লাশ দাফনে ডাক্তার

প্লাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
কোভিড ১৯ এর উপসর্গ নিয়ে মারা যাওয়ায় চাঁন মিয়ার লাশ দাফন করতে অনিচ্ছুক আত্মীয়-স্বজনরা। জানাজা ও দাফনের কাজে একদল স্বেচ্ছাসেবক নিয়ে এগিয়ে এলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফাজিল বেপারীরহাট এলাকার বাসিন্দা চাঁন মিয়া, জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার ফেনী থেকে বাড়ি ফিরেন। তিনি ফেনীর একটি ইটের ভাটার শ্রমিক ছিলেন। পরদিন অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় মারা যান তিনি। কোভিড ১৯ এর উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করার পর চাঁন মিয়ার বাড়ি লক ডাউন করা হয়। রিপোর্ট আসার আগেই করোনা আক্রান্ত সন্দেহে এবং ভীতির কারণে পরিবার কিংবা এলাকার কেউ লাশ দাফন করেন নি।

ঘটনাটি জানার পর গতকাল মঙ্গলবার রাতে ডা. রেজাউল করিম ও সাতজন স্বেচ্ছাসেবক গোসল ও জানাজা শেষে চাঁন মিয়ার লাশ দাফন করেন।

মানবিক দৃষ্টিকোণ থেকে স্বেচ্ছাসেবীদের নিয়ে চাঁন মিয়ার লাশ দাফনের কাজে এগিয়ে যান বলে জানান ডা. রেজাউল করিম। এছাড়াও টিমের সদস্যদের সাহস জোগাতে সুরক্ষাসামগ্রী পড়ে সকল নিয়ম মেনে দাফন-কাফনের কাজ ও করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

Fahmida Hoque Miti:
Related Post