X

মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি করে ‘সোসাইটি অফ ডক্টর্স এন্ড স্টুডেন্টস, মানিকগঞ্জ’

প্ল্যাটফর্ম নিউজ, ২১ অক্টোবর ২০২০, বুধবার

বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি আহ্বান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত কর্মসূচি বাস্তবায়নের অংশ  হিসেবে “সোসাইটি অফ ডক্টর্স এন্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ (এসডিএসএম)” এর পক্ষ থেকে ২০ অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আঙ্গিনায় এবং কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসডিএসএম এর পক্ষ থেকে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে  উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আখতারুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, মানিকগন্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং এসডিএসএম এর সম্মানিত উপদেষ্টা ডা. লুৎফর রহমান, মানিকগঞ্জ বিএমএ  এর সাধারন সম্পাদক ও ১০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটের সমন্বয়ক ডা. রাজিব বিশ্বাস, কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডেসিন বিভাগের কনসালটেন্ট ডা. মানবেন্দ্র সরকার, জেলা সদর হাসপাতালের আরএস ডা. আশরাফুল কবির, আরএমও ডা. ইরফান, মেডিকেল অফিসার ডা. আশিক এলাহী সহ সংগঠনের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এসময় বৃক্ষরোপন কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা ডা.লুৎফর রহমান বলেন, “এসডিএসএম প্রতিষ্ঠালগ্ন থেকেই মানিকগন্জের বিভিন্ন জায়গায় মানুষের কল্যাণে নানা ধরনের কাজ করে যাচ্ছে। অতীতেও বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরন থেকে শুরু করে দেশের ক্রান্তিলগ্নের যেকোন প্রয়োজনে মানিকগন্জের মানুষের পাশে দাড়িয়েছে এই সংগঠনটি।” তিনি আরো বলেন,” বর্তমানে চলমান বৃক্ষরোপন কর্মসূচিকে স্বাগত জানাই, সেই সাথে কর্মসূচির সফলতা কামনা করি এবং কর্মসূচিতে অংশ্রহনকারী সকল নবীন চিকিৎসক ও সদস্যদের ধন্যবাদ জানাই।” এরপর এসডিএসএম এর সাধারন সম্পাদক ডা. কাজী আব্দুল্লাহ বলেন, “মুজিব শতবর্ষ উপলক্ষে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের এসডিএসএম সোসাইটির পক্ষ হতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহন করি। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল এবং কর্নেল মালেক মেডিকেল কলেজের পাশাপাশি মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে আমরা মাসব্যাপী গাছের চারা রোপণ করবো।”

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিল ‘এসডিএসএম’এর যুগ্ম সাধারন সম্পাদক কুদরত ই-খোদা স্বপন, অভিজিত সরকার, সংগাঠনিক সম্পাদক ওলী আহমেদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুনীতি কুমার দাস, অর্থ বিষয়ক সম্পাদক দেবলীনা বিশ্বাস, প্রকাশনা সম্পাদক গালিব মুজাহিদ, সাধারন সদস্য আতিকা আরশি, আতিকুর রহমান, বিশ্বজিৎ সরকার, মৃন্ময় মানব, ফাহমিদা রাইসা রিমঝিম সহ আরো অনেকে।

Irin Razi Sristy:
Related Post