X

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড ননকোভিড সেবা চালুর অনুমতি প্রদান

প্ল্যাটফর্ম নিউজ, ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেবার পাশাপাশি নন-কোভিড রোগীদের চিকিৎসা সেবা চালুর অনুমোদন প্রদান হয়েছে। গতকাল ২১ অক্টোবর (বুধবার) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমতি প্রদান করা হয়।

 

প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে কোভিড ডেডিকেটেড ঘোষণার পর থেকে কেবলমাত্র কোভিড রোগীদের সেবা দিয়ে আসছিল হাসপাতালটি। যার ফলে নবীন শিক্ষানবিশ চিকিৎসকদের পড়তে হয় চরম বিপত্তিতে। দীর্ঘ তিনমাস ধরে তারা বেতনবিহীন কোভিড ডিউটি করছেন। যার ফলে কোভিডের পাশাপাশি ননকোভিড চালুর জন্যে তারা স্বাস্থ্যমন্ত্রনালয়ে স্বারক লিপি প্রদান করেন এবং পরিচালক মহোদয়ের কক্ষে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
গতকালের অনুমতি প্রদানের ফলে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।

আশাকরা হচ্ছে, অতিদ্রুত ননকোভিড চালু হবে
এবং কিশোরগঞ্জের জন সাধারণের কাছে সর্বোচ্চ সেবাটুকু পৌঁছে দিবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল।

Platform:
Related Post