X

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের কঠোর প্রতিবাদ

প্ল্যাটফর্ম নিউজ, ২১ অক্টোবর ২০২০, বুধবার

গতকাল ২০ অক্টোবর (মঙ্গলবার) বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এম এ আজিজ এর স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে জানানো হয়,

“সাম্প্রতিক সময়ে চিকিৎসক নেতৃবৃন্দের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্তাব্যক্তির অযাচিত বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হচ্ছে যে, যখনই দেশের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণের কথা বলা হয়, যখনই স্বাস্থ্য ক্যাডার সহ অন্য ক্যাডারে প্রশাসন ক্যাডারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে পার্শ্ব অন্তর্ভুক্তির বিরুদ্ধে কথা বলা হয়, যখনই চিকিৎসকদের পদমর্যাদা, চাকুরীবিধি অনুযায়ী পদোন্নতির কথা বলা হয়, যখনই মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়টি সকলের দৃষ্টিগোচরে আসে, যখনই পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা, জৈষ্ঠ্যতা, দক্ষতার পাশাপাশি মুক্তিযুদ্ধের আনুগত্যের কথা বলা হয় তখনই ঢালাওভাবে চিকিৎসক নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রশাসনের কর্তাব্যক্তিরা মূল বিষয়গুলো আড়াল করার অপপ্রয়াসে লিপ্ত হন। মন্ত্রণালয়ের কেউ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তার কর্মে ভিন্ন অবস্থান পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই ঘোলাপানিতে মাছ শিকার করার এটি একটি কৌশলমাত্র। চিকিৎসকদের মানমর্যাদা ও অধিকার ক্ষুন্ন হয় এমন কোনো কাজ কিংবা সরকারের পদায়ন নীতিমালা কিংবা ক্যাডার বৈষম্য সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের অথবা স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন কল্পে যে কোন আদেশ নির্দেশের বিরুদ্ধে আমাদের অবস্থান অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

সিনিয়র স্টাফ রিপোর্টার:
Related Post