X

বিষাদগ্রস্ত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের কাউন্সিলিং-এর মাধ্যমে সহায়তা করছেন ডা. সানজিদা শাহরিয়া

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ জুলাই, ২০২০, মঙ্গলবার

বিষাদগ্রস্ত মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকদের নিজস্ব কাউন্সেলিং গ্রুপ এবং ভিডিও-এর মাধ্যমে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন ডা. সানজিদা শাহরিয়া।

মেডিকেলের পড়ালেখা, ক্যারিয়ার নিয়ে চিন্তা, পোস্ট গ্র‍্যাজুয়েশন- এ সব কিছু নিয়ে অনেক সময় বিষণ্ণতায় ভুগছেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। মেডিকেলে ভর্তির পর থেকে হয়তো আইটেম-টার্ম-প্রফে দিনের পর দিন পিছিয়ে পড়া, বাবা-মা’র সাথে দূরত্ব বাড়তে বাড়তে ভুল কারো উপর নির্ভরতা ইত্যাদি বিষণ্ণতার কারণ হয়ে দাড়ায়। আবার পাস করার পর চাকুরীজীবনের চিন্তায় এক সময় সব কিছুটা অসহ্য লাগা শুরু করে। মনের কথা কাউকে বলতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয় অনেকেই। করোনা মহামারি চলাকালীন সময়, বন্দিজীবনে এই মানসিক সমস্যাগুলো আরো বেশি সমান্তরালভাবে এগিয়ে চলেছে। 

মেডিকেল স্টুডেন্টস এবং চিকিৎসকদের হঠাৎ মন খারাপ লাগা, কিছু ভালো না লাগা- এই মানসিক সমস্যা লাঘব করতে ডা. সানজিদা শাহরিয়া তাঁদের কথা শুনছেন, কাউন্সিলিং করছেন। প্ল্যাটফর্ম কাউন্সিলিং উইংস-এর সাথে তিনিও এক্ষেত্রে সার্বিক ভূমিকা পালন করছেন। তিনি প্ল্যাটফর্ম যাত্রার শুরু থেকে সুদীর্ঘ ৬ বছর ধরেই প্ল্যাটফর্মের মেন্টাল হেলথ টিমকে সব সময় আগলে রেখেছেন এবং সহায়তা প্রদান করে যাচ্ছেন। তিনি কাউন্সেলিং গ্রুপের মাধ্যমে মানসিক চিকিৎসাসহ যেকোনো ধরনের চিকিৎসার সমাধান দিচ্ছেন। যেকোন পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ

মো. খালিদ আরাফাত
(কোঅর্ডিনেটর ফিওনিক্স)
০১৬৭৫৩৮০৬৪৬

এছাড়াও তাঁর ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও রয়েছে। ইউটিউব লিংকঃ

https://m.youtube.com/channel/UCQ0tqHNVYDCJK7yZMrxHCxQ

ডা. সানজিদা শাহরিয়া-এর এই মহৎ উদ্যোগের জন্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভকামনা রইলো।

Sadia Kabir:
Related Post