X

বন্যার্তদের জন্য জরুরি ঔষুধসহ ত্রাণ নিয়ে সিলেটের পথে প্ল্যাটফর্মের চিকিৎসক টিম

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন, ২০২২, বুধবার

গত ২১ জুন, ২০২২, মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে সিলেটের বন্যার্তদের জরুরি ঔষুধসহ ত্রাণ দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’র ৮ জনের চিকিৎসকের দল।

মহৎ এই কর্মসূচির অদম্য দলের সদস্যরা হলেন – ডা. মো. মামুনুর রশীদ জামি (কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি), ডা. শরিফ শাহরিয়ার (প্ল্যাটফর্ম কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক), ডা. মো. তানভীর তুষার, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. জসিমুদ্দীন, ডা. মো. সাবিদ আলি, ডা. হাসান শাহরিয়ার হৃদয়, ডা. শেখ রায়হান

ছবিঃ প্ল্যাটফর্মের ৮ জন চিকিৎসকের অদম্য দল।

ত্রাণ কার্যক্রমের প্ল্যাটফর্মের ৮ জনের এই অগ্রগামী দলের নেতৃত্বে আছেন প্ল্যাটফর্মের কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ডা. মো. মামুনুর রশীদ জামি। তিনি জানান, জরুরি ঔষুধসহ ত্রাণ নিয়ে ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে গতকাল রাতে যাত্রা শুরু করে সকালে তাঁরা সিলেট পৌঁছান। সিলেট থেকে ৩ জন প্ল্যাটফর্মিয়ান চিকিৎসক যুক্ত হন। তিনি জানান সিলেটের জামালগঞ্জের দিকে এখনও তেমন ত্রাণ পৌছায়নি। তাই সেখান থেকে বোটে করে তাঁরা সিলেটের জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। বানভাসি মানুষ খাবার সংকট, দরকারী ঔষধ ও স্বাস্থ্যসেবার সমস্যায় পড়েছেন।

তিনি আরও বলেন, ‘বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে দুর্ভোগে থাকা ভাসমান মানুষদের পাশে প্ল্যাটফর্ম এর দলটি দাঁড়াবে এবং রেসকিউ বোটেই আমাদের চিকিৎসাসেবা, উদ্ধার, ত্রাণ কার্যক্রম চলবে। সেখানে আমরা তাদের খাবারের পাশাপাশি চিকিৎসা সেবা এবং জরুরি ঔষধ বিতরণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’

 

এছাড়া প্ল্যাটফর্ম কেন্দ্রীয় পরিষদের সহকারী দপ্তর সম্পাদক ডা. শরীফ শাহরিয়ার আমাদের জানিয়েছেন, ‘যতটা সম্ভব ত্রাণ আমরা নিয়েছি। কিন্তু বিপুলসংখ্যক মানুষের জন্য তা পর্যাপ্ত নয়। প্রয়োজনীয় ওষুধ আমরা নিয়েছি। এতে বাচ্চাদের জন্যও ওষুধ রয়েছে। চিকিৎসক হিসেবে যথেষ্ট চেষ্টা থাকবে বন্যার্তদের পাশে জরুরি ঔষুধসহ ত্রাণ দিয়ে পাশে থাকার।’

ত্রাণ সামগ্রী হিসেবে রয়েছে, চাউল, ডাল, আলু, গুড় ওমুড়ি, পেয়াজ, পানি পিউরিফায়ার, ম্যাচ ও মোমবাতী, স্যালাইন এবং পাশাপাশি জরুরি স্বাস্থ্য সেবা এবং ঔষধ সমুহ সরবরাহ করা হবে পানিবন্দী বন্যাদূর্গত মানুষদের।

 

তাছাড়া পরিস্থিতি বিবেচনায় প্ল্যাটফর্মের সেকেন্ড টিম পাঠানো হবে বলে জানিয়েছেন ‘প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’র সভাপতি ডা. নাজমুল আবেদীন নাসিব। তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য। তাই বানভাসি মানুষের জন্য ত্রাণ সরবরাহ ও স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন হয়। অগ্রগামী দলের সাথে পরবর্তী দলগুলো যোগ দিবে এবং সমন্বয় করবে। তিনি দেশের আপামর জনসাধারণকে দুর্যোগে ত্রাণ সরবরাহ করতে আহ্বান জানান এবং যারা ইতিমধ্যে ত্রাণসামগ্রী দিয়ে অংশ নিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

সিলেটে স্বরণকালের সবচেয়ে বড় বন্যায় প্লাবিত অসহায় মানুষদের জন্য সাহায্য পাঠানো নিয়মঃ

বিকাশঃ 01521485292 (ইরফান)
নগদঃ 01919780865 (ঋষা)

Sadia Kabir:
Related Post