X

সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় জরুরি ঔষুধ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুন, ২০২২, বৃহস্পতিবার

গত ২১ জুন থাকা থেকে ‘প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’র ৮ জন চিকিৎসকের দল সিলেটের সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। আজ এই অদম্য দল সিলেটের অসহায় বন্যার্থদের মাঝে জরুরি ঔষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং রান্না করা খাবার বিতরণ করেন।

সুনামগঞ্জ সদর উপজেলায় অনেকেই ত্রাণ এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেও জামালগঞ্জসহ কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনও অসহায় মানুষ ত্রাণের আশায় হাহাকার করছে। কয়েকদিনের অভুক্ত থাকা এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মের এই অদম্য ৮ চিকিৎসকের দল।

জামালগঞ্জের বাহাদুরপুর, জাল্লাবাজ, নয়াগাঁও, চান্দাবাড়ি, পুরান চান্দাবাড়ি, মৌলিনগর, সোনাপুর, শায়েস্তা বাজার ইউনিয়নসহ আরও অনেক প্রত্যন্ত অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত। এসকল জায়গায় অদম্য চিকিৎসকের দল জীবনের ঝুঁকি নিয়ে যায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।

এসময় তাদের সাথে ছিলেন স্থানীয় চেয়ারম্যান যিনি এই দলকে বিভিন্ন প্রত্যন্ত এলাকা চিনিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এছাড়াও সর্বক্ষণ বাংলাদেশ নৌবাহিনী এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুরক্ষিত ছিলেন তারা। চিকিৎসক ও ভলিন্টিয়ারগণ সেনাবাহিনী, নৌবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রায় ৫/৬ ঘন্টা নৌকা যোগে গুরুত্বপূর্ণ স্থানগুলো ও আশ্রয়কেন্দ্রে পৌছে এবং চিকিৎসা সেবা প্রদান করছেন।

বিতরণ সামগ্রীর মধ্যে আছে বাচ্চা ও বড়দের জন্য খাবার স্যালাইনসহ পর্যাপ্ত ঔষধ, মা-বোনদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন। সাথে এইসব অঞ্চলের সবাইকে বিনামূল্যে নিঃস্বার্থভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই চিকিৎসক দল।

এছাড়াও যেহেতু পানির কারণে রান্নার সুব্যবস্থা নেই তাই রান্না করে খাবার সবার মধ্যে বিতরণ করছেন তারা।

 

 

আজ রাতে রান্না করা খাবারসহ ত্রাণ এবং প্রয়োজনীয় ঔষধ, খাবার স্যালাইন ও স্যানিটারি ন্যাপকিন আশ্রয় কেন্দ্রগুলোতে বিতরণ করবে এই চিকিৎসক দল।

সিলেটে স্বরণকালের সবচেয়ে বড় বন্যায় প্লাবিত অসহায় মানুষদের জন্য এই জাতীয় দুর্যোগে সবার সহযোগীতা আশা করছি। তাই মানবতার খাতিরে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

সাহায্য পাঠানো নিয়মঃ

বিকাশঃ 01521485292( ইরফান)
নগদঃ 01919780865 (ঋষা)

Sadia Kabir:
Related Post