X

বিনামূল্যে স্কুল ছাত্রীদের স্যানিটারি প্যাড ও টেম্পন সরবারহ করবে নিউজিল্যান্ড সরকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ঠা জুন, বৃহস্পতিবার, ২০২০

সম্প্রতি সফলভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষমতা অর্জনের কারণে বিশ্বব্যাপী বহুল প্রশংসা কুড়িয়েছে নিউজিল্যান্ড সরকার ও দেশটির প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডার্ন। প্রশংসার ঝুলিতে এবার যোগ হলো নিউজিল্যান্ড সরকারের আরো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

গত বুধবার, দেশটির প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা জানান,

“নিউজিল্যান্ডের সকল স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য মাসিক চলাকালীন প্রয়োজনীয় পণ্যসমূহ যেমন: স্যানিটারি ন্যাপকিন, টেম্পন প্রভৃতি বিনামূল্যে সরবরাহ করবে নিউজিল্যান্ড সরকার। তিনি বলেন, নিউজিল্যান্ডে ৯ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৯৫০০০ স্কুল ছাত্রীর বেলায় মাসিক চলাকালীন স্কুলে না যেতে পারায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে দেখা গিয়েছে।”

স্যানিটারি প্যাড ও টেম্পন

মাসিক চলাকালীন নারীর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় এসব পণ্য সমূহ দেশটির একটি বড় অংশের সামর্থ্যের বাইরে। এছাড়াও এদের অনেকেকই দীর্ঘ সময় যাবত একই ন্যাপকিন/ টেম্পন ব্যবহারের কারণে হতে হয় ইনফেকশনের শিকার। তাই নিজ উদ্যোগেই উক্ত পণ্যসমূহ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে নিউজল্যান্ড সরকার। ২০১৮ সালে নিউজিল্যান্ডে হওয়া এক সমীক্ষায় দেখা যায়, নিউজিল্যান্ডে প্রতি তিনজনে একজন নারীকে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও মাসিক চলাকালীন প্রয়োজনীয় পণ্যের মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে ক্রয় করতে হয়। যার কারণে বাধ্য হয়ে প্যাড বা টেম্পনের জায়গায় অস্বাস্থ্যকর পুরাতন কাপড়, টয়লেট টিস্যু প্রভৃতি ব্যবহার করতে হয় তাদের।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডার্ন

মাসিক সংক্রান্ত দারিদ্র দূরীকরণে ইতোমধ্যেই নিউজিল্যান্ড সরকার ২.৬ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনোয়োগ করেছে। প্রাথমিকভাবে, নিউজিল্যান্ডের ওয়াইকাটোতে ১৫টি স্কুলে বিন্যামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও টেম্পন বিতরণের এ কার্যক্রম শুরু হলেও আগামী ২০২১ সালের মধ্যেই সমগ্র দেশে এ কার্যক্রম চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: সিএনএন

হৃদিতা রোশনী:
Related Post