X

চলে গেলেন ঢাকা মেডিকেলের সাবেক মেডিসিন বিভাগীয় প্রধান

প্ল্যাটফর্ম নিউজ, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এন আই খান আজ ৪ জুন বিকালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।

অধ্যাপক ডা. এন আই খান, এমবিবিএস, এমআরসিপি, এফআরসিপি, এফএসিপি, ছিলেন দেশের একজন বিশিষ্ট ও বিখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। মৃত্যুর আগে তিনি লিভার ডিজিজসহ বার্ধক্যজনিত নানা অসুখের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক ডা. এন আই খানের মৃত্যুতে শোকাহত গোটা চিকিৎসক সমাজ। একদিকে তিনি যেমন ছিলেন দেশবরেণ্য চিকিৎসক, অন্যদিকে তেমনি অসাধারণ শিক্ষক। ছাত্রদের কাছে তিনি সর্বদাই ছিলেন পিতৃসুলভ।
তাঁকে স্মরণ করে পাবলিক হেলথ এর অধ্যাপক ডা. এম আবুল হাসনাত মিল্টন বলেন,

“কী আদরটাই না করতেন। ইন্টার্ণী জীবনে মেডিসিনের ছয়মাস যে এত মনপ্রাণ দিয়ে কাজ করতাম, সেটাও তো স্যারের জন্যই।”

স্মরণ করেছেন ডা. আবদুন নূর তুষারও,

“তাঁর ক্লিনিক্যাল আই এবং জ্ঞান ছিল অনেক সমৃদ্ধ। খুবই ভালো শিক্ষক ছিলেন।”

Platform:
Related Post