X
    Categories: নিউজ

বাংলাদেশের মেডিকেল ডেন্টাল কলেজ ও ইনষ্টিটিউটসমূহে বিদেশে অধ্যায়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের Clinical Training গ্রহণ প্রসংঙ্গে BMDC নির্দেশাবলী

আপনার অবগতির জন্যে জানানো যাইতেছে যে, দেশের সকল মেডিকেল/ডেন্টাল ইন্সটিটিউটে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিএমএন্ডডিসি হইতে আবশ্যিকভাবে ছাত্র রেজিস্ট্রেশন প্রাপ্তির পর তাহারা নিজ নিজ কলেজে অধ্যয়ন করিতে পারে এবং সকল ধরণের নির্ধারিত clinical class এ অংশগ্রহণ করিতে পারে। MBBS/BDS কোর্সে বিদেশে অধ্যউওনরত বাংলাদেশের কোন ছাত্র-ছাত্রী বাংলাদেশের কোন কোন মেডিকেল /ডেন্টাল কলেজ ও ইন্সটিটিউটসমূহে Clinical Training গ্রহণ করিতেছে বলিয়া বিভিন্ন সূত্র হইতে তথ্য আসিতেছে। বিদেশে অধ্যয়নরত কোন ছাত্র/ছাত্রীকে বাংলাদেশে মেডিকেল/ডেন্টাল কলেজ ও ইন্সটিটিউটসমূহে Clinical Training করার কোন বিধান নাই এবং তাহাদিগকে কোন মেডিকেল/ডেন্টাল কলেজ ও ইন্সটিটিউটসমূহে Clinical Training করার অনুমতি প্রদান করা হইবে আইন পরিপন্থি কাজ।

এমতাবস্থায় কোন বেসরকারী মেডিকেল/ ডেন্টাল কলেজ ও ইন্সটিটিউটসমূহে বিদেশে অধ্যয়নরত কোন বাংলাদেশী ছাত্র-ছাত্রী যদি Clinical Training গ্রহণ করে তাহা হইলে উক্ত কলেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

ফয়সাল আবদুল্লাহ:
Related Post