X

প্ল্যাটফর্ম একাডেমিয়া: সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিমের অনলাইন ক্লাস

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১২ মে, ২০২০

কোভিড-১৯ মহামারীতে সারাদেশে চলছে লকডাউন, বন্ধ রয়েছে যাবতীয় শিক্ষা কার্যক্রম। এই পরিস্থিতিতে মেডিকেল শিক্ষার্থীদের জন্য ঘরে বসে অনলাইনে ক্লাস করার সুযোগ নিয়ে এল প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম একাডেমিক উইং এর উদ্যোগে আগামী ১৩, ১৪ মে, ২০২০ এন্ডোক্রাইনোলজির হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম এর উপর ক্লাস আয়োজন করা হয়েছে। ক্লাস নেবেন বাংলাদেশে এন্ডোক্রাইনোলজির স্বনামধন্য চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

ভেন্যূ: গুগল মিট
সময়: সন্ধ্যা ৮ টা হতে ৯.০০ পর্যন্ত
রেজিষ্ট্রেশন ফি: ফ্রি
রেজিষ্ট্রেশনের শর্ত: যথেষ্ট শক্তিশালী ইন্টারনেট কানেকশন ও উপস্থিত থাকবেন তার শতভাগ নিশ্চয়তা।
গুগল ফর্ম: https://forms.gle/rZaMZSadneiCUqvF9
করণীয়-
মোবাইল বা ল্যাপটপ এ Google Hangout app Meet টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। বাসায় ওয়াইফাই বা ভালোমানের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ১৩ ও ১৪ মে ২০২০ বিকাল ৫ ঘটিকার মধ্যে ওয়ার্কশপ এ জয়েন করার লিংক দেয়া হবে ইমেইল এ । এ লিংক এ ক্লিক করলেই মিটিং এ জয়েন করা যাবে।
অনলাইন ওয়ার্কশপ চলাকালীন করণীয় –
১. যথাসম্ভব একটি নিরিবিলি কক্ষে অবস্থান করা।
২. ওয়ার্কশপ চলাকালীন ভদ্রোচিত পোশাক পরিধান করা।
৩. অন্যপক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনা।
৪. নিজের কোনো বক্তব্য থাকলে তা কমেন্ট বাক্স এ জানানো।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post