X

প্ল্যাটফর্ম একাডেমিয়া: মেডিকেল শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১২ মে, ২০২০

উদ্ভুত কোভিড-১৯ পরিস্থিতিতে সারাদেশে যখন লকডাউন, বন্ধ করে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, তখন মেডিকেল শিক্ষার্থীদের জন্য ঘরে বসেই অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে স্বনামধন্য শিক্ষকদের ক্লাস করার সুযোগ নিয়ে এলো প্ল্যাটফর্ম একাডেমিক উইং। তারা দেশবরেণ্য অনেক শিক্ষকের সাথে যোগাযোগ করে অনলাইনে গুগল হ্যাং আউট মিট আ্যপের মাধ্যমে কোন রেজিষ্ট্রেশন ফি ছাড়াই বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস আয়োজন করছে। ইতিমধ্যে প্ল্যাটফর্ম একাডেমিক উইং এর উদ্যোগে ডায়াবেটিস, ‘জার্নি অফ এ নোভিস ইন রিসার্চ’, Chronic Suppurative Otitis Media (CSOM) টপিকে ক্লাস ও অনলাইন ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। ঘরে বসে একই সাথে ২০০ এর অধিক শিক্ষার্থী এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে উপকৃত হচ্ছেন।

ডা. মোহাম্মদ সাইফুদ্দিন

ডায়াবেটিস এর উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় গত ২ মে – ৫ মে সন্ধ্যা ৮ টা থেকে ৯.৩০ ঘটিকা পর্যন্ত। উক্ত ওয়ার্কশপে সহজবোধ্য উপায়ে ডায়বেটিস এর খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডা. মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি , ঢাকা মেডিকেল কলেজ। ডায়াবেটিস কি, কেন হয়, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, পরবর্তী জটিলতা ও প্র‍্যাক্টিকাল বেসড সমস্যা নিয়ে ১ ঘন্টার চারটি লেকচার সেশনের আয়োজন করা হয়। চার দিনের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন ২৫০ জনের অধিক শিক্ষার্থী। লেকচার শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা সরাসরি ও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেন এবং পরবর্তীতে ডা. মোহাম্মদ সাইফুদ্দিন শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দেন।
ডা. দীপক মিত্র

গত ৭ মে, ২০২০ সন্ধ্যা ৮ টা থেকে ৯.৩০ পর্যন্ত রিসার্চ মেথডোলজি ও বেসিক রিসার্চ এর উপর ‘জার্নি অফ এ নোভিস ইন রিসার্চ’ নামক কর্মশালার আয়োজন করা হয়। এতে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. দীপক মিত্র, চেয়ারম্যান, পাব্লিক হেলথ ডিপার্টমেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ডা. রোমেন রায়হান, সহযোগী অধ্যাপক, পাব্লিক হেলথ ডিপার্টমেন্ট বিএসএমএমইউ।
উক্ত কর্মশালায় রিসার্চ কাঠামো, মেথডোলজি, ক্লিনিক্যাল রিসার্চ, বেসিক এপিডেমিওলজি, ক্যারিয়ার ও রিসার্চের বিভিন্ন বেসিক টুলস নিয়ে আলোচনা করা হয়।
ডা. রোমেন রায়হান

প্ল্যাটফর্ম একাডেমিয়ার পক্ষ থেকে ৮, ১১ ও ১২ মে এই তিন দিন যাবৎ রাত ৯ টা থেকে ১০.৩০ পর্যন্ত আয়োজন করা হচ্ছে Chronic Suppurative Otitis Media (CSOM) এর উপর তিনটি লেকচার ক্লাস। এতে ক্লাস নিচ্ছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রাফিউল আলম। সহজবোধ্যভাবে বোঝানো ও শিক্ষার্থীদের সুবিধার জন্য এক টপিকের উপরেই নেয়া হচ্ছে তিনটি ক্লাস।

ইতিমধ্যে অনেকেই ক্লাস করে সন্তুষ্টি ও ধন্যবাদ জানিয়েছেন। নর্দান মেডিকেল কলেজ, রংপুর এর হাসান রহমান সজীব জানান, ” আজকে প্ল্যাটফর্ম একাডেমিয়া উইং আয়োজিত ENT lecture ক্লাস করে আমি বিস্মিত। ডা. মোঃ রাফিউল আলম স্যার খুবই ধৈর্য্যের সাথে CSOM টপিকটি বুঝাচ্ছেন।আমি তো দিনে দিনে স্যারের ভক্ত হয়ে যাচ্ছি। স্যার এতই সুন্দরভাবে ক্লাস নিচ্ছেন তা কেউ নিজে না করলে বুঝবেন না। ধন্যবাদ প্ল্যাটফর্ম একাডেমিয়া উইং”। রাজশাহী মেডিকেল কলেজের আব্দুর রাফি বলেন, “দীপক স্যারের লেকচার আমি প্রথম করেছি ফোর্থ ইয়ারে, ১৫০০ টাকা ফি দিয়ে, রাজশাহী থেকে ঢাকায় গিয়ে। যেটা এখন বাসায় বসে বিনামূল্যে করার সু্যোগ এনে দিয়েছে প্ল্যাটফর্ম একাডেমিক উইং।”

এই ক্রান্তিকালীন সময়ে প্ল্যাটফর্মের একাডেমিক উইংয়ের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post