X

জামালপুরে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

প্ল্যাটফর্ম নিউজ,
১২ মে, ২০২০, মঙ্গলবার

জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার একটি আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ (১২ মে) দুপুর দেড়টায় দেশের ৩৮ তম এই ল্যাবটি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

জামালপুরে প্রতিদিন বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজে নমুনার পরীক্ষার পর রিপোর্ট আসতে দুই থেকে তিন দিন সময় লাগে। এক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ সংক্রমণ রোধ করতে এই ল্যাবটি সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এ কে এম মুসার তত্ত্বাবধানে ৬ জন চিকিৎসক ও ৬ জন মেডিকেল টেকনোলজিস্ট কাজ করবেন ল্যাবটিতে।

উল্লেখ্য, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর যন্ত্রটি জার্মানির তৈরি। প্রতি ছয় ঘন্টায় ৯২ টি নমুনা পরীক্ষা করা সম্ভব এই যন্ত্র দিয়ে, যা চালু হতে আরো দুই দিন সময় লাগবে। জামালপুর জেলা ছাড়াও আশেপাশের অন্যান্য জেলার কোভিড-১৯ আক্রান্তদের নমুনা পরীক্ষা হবে ল্যাবটিতে।

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

হৃদিতা রোশনী:
Related Post