X

প্ল্যাটফর্মের উদ্যোগে নীলফামারিতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

গত ৩০শে আগস্ট রোজ শুক্রবার, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি রংপুর জোন কর্তৃক আয়োজন করা হয় সমন্বিত এক স্বাস্থ্যসেবা ক্যাম্প। সমন্বিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে ছিল রক্তের গ্রুপ নির্ধারণ, রক্তচাপ নির্ণয়, রক্তের শর্করা পরীক্ষা(ডায়াবেটিস টেস্ট) এবং বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক স্বাস্থ্যসেবা দান কার্যক্রম।

স্থান নির্ধারণ করা হয় নীলফামারী জেলার, ডোমার থানার মির্জাগঞ্জ ইউনিয়নের ‘হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন’। হলহলিয়া বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৮০০ রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে প্ল্যাটফর্ম স্বাস্থ্যসেবা টিম।

শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এ কার্যক্রম চলে। এর আগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জগদীশ চন্দ্রের তত্ত্বাবধানে স্থানীয় শিক্ষক ও ভলান্টিয়ারদের সহায়তায় সুশৃঙ্খলভাবে লাইন সাজিয়ে দেওয়া হয়, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা কক্ষে স্বাস্থ্যসেবার ব্যাবস্থা করা হয়।

পুরুষ রোগীদের জন্য ছিল ডা:জীবন রুবাইয়াত ও ডা:ফাহাদ তালুকদার।
অন্যদিকে মহিলা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন ডা:ফারাহ মুন্তাহা ও ডা:ফাহমিদা অরচি।
স্বাস্থ্যসেবা টিমের অন্যান্য সদস্যরা রক্তের গ্রুপ নির্ধারণ, রক্তের শর্করা পরীক্ষা(ডায়াবেটিস টেস্ট) ও রক্তচাপ নির্ণয় করেন।

প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির রংপুর জোন এর আগেও রংপুর বিভাগের অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল গুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে, তারই ধারাবাহিকতায় এবারও নীলফামারী জেলার প্রত্যন্ত এ অঞ্চলটিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থ্যানীয় জনগনের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আসে।

Urby Saraf Anika:
Related Post