X

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষিত “মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ২ বছর” অবিলম্বে বাস্তবায়নের খসড়া প্রস্তাবনার বিপক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সম্মিলিত জোটের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষিত “মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ২ বছর” অবিলম্বে বাস্তবায়নের খসড়া প্রস্তাবনার বিপক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীদের সম্মিলিত জোট আজ কলেজ চত্ত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে৷ ১ সেপ্টেম্বর ২০১৯ সকাল দশটায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কলেজ ভবনের সামনে অবস্থান নেন৷

প্রতিবাদ মিছিলটি কলেজের সম্মুখে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আউটডোর হয়ে কলেজের সম্মুখে মিরপুর সড়কের সামনে অবস্থান নেয়৷ শিক্ষার্থীরা হাতে নানান প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে ও স্লোগানে মুখর হয়ে বিক্ষোভ জানাতে থাকে থাকে।

এরপর মিছিলটি পূণরায় কলেজের চত্ত্বরে ফিরে আসে এবং কলেজের মাননীয় উপাধ্যক্ষ ডা. শাহাদাত হোসেন স্যার এর কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যৌক্তিক দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়৷ উপাধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের যৌক্তিক দাবী ও প্রতিবাদের ব্যাপারে বিস্তারিত অবগত হন এবং স্মারকলিপির দাবী-দাওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস প্রদান করেন।

©আব্দুল্লাহ আল – যুবাইর
এসএইচ ১১,
সেশন: ২০১৫-১৬

Special Correspondent:
Related Post