X

নিকটস্থ মসজিদেই ঈদের নামাজ আদায়ের নির্দেশ

 

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৬ মে, ২০২০

গত ১৪ মে, বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে একটি নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। ঈদগাহ বা খোলা ময়দানে জামায়াত আদায় করা যাবে না।

ছবিঃ সংগৃহীত

মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সাখাওয়াত হোসেনের বিজ্ঞপ্তিতে বলেন, নামাজ আদায়কারী প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন, ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। কাতারে দাঁড়ানোর ক্ষেত্রেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে। জীবানুনাশক দ্বারা মসজিদ পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো থেকে নিজেদের বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

উপরুক্ত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিজস্ব প্রতিবেদক / নিউমুন রাইন রহমান অরভিল

 

নাজমুন নাহার মীম:
Related Post