X

কোভিড-১৯: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালো

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ১৫ মে, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৪.৫ মিলিয়ন ছাড়িয়েছে। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। বাংলাদেশও ইতোমধ্যে করোনায় ভয়াল থাবায় আক্রান্ত।

বিশ্বব্যাপী করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা এবার ৩ লাখ ছাড়ালো। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, আজ শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৩১১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। চীনের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৪৫ লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

করোনায় মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে যুক্তরাজ্যে ৩৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন করোনা মহামারিতে। এছাড়া ইতালিতে ৩১ হাজারেরও বেশি মানুষ, ফ্রান্স ও স্পেনে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন।

এ পর্যন্ত বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন মোট ১৭ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। এছাড়া ইতালিতে ১ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ, ফ্রান্সে ৫৯ হাজারেরও বেশি মানুষ এবং স্পেনে ১ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ করোনাকে জয় করেছেন।

অংকন বনিক:
Related Post