X

সুস্থ হয়ে আবার কর্মস্থলে ফিরছেন সোহ্‌রাওয়ার্দী হাসপাতালের ৪০ জন “করোনা যোদ্ধা”

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৬ই মে, ২০২০

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ মোট ৪০ জন করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী সম্প্রতি সম্পূর্ণ সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন। করোনা যুদ্ধের অগ্রসৈনিক এসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে আজ ১৬ই মে, ২০২০, দুপুর ১২টায় হাসপাতাল বহিঃবিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেয়া হবে বলে ঘোষণা দেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১৫ই মে, শুক্রবার রাতে স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান,

“প্রিয় সুহৃদ,
আগামীকাল ১৬/০৫/২০২০ ইং তারিখ, দুপুর ১২ টায়
শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর ৪০ জন করােনা আক্রান্ত স্বাস্থ্য কর্মী “করােনা যুদ্ধে” জয়ী হয়ে কর্মস্থলে যােগদান করছে। এই সাহসী যােদ্ধাদের বরণ করে নেয়ার জন্যে হাসপাতালের বহিঃবিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হবে।
আপনার সহযােগিতা ও প্রতিনিধি একান্ত কাম্য।

ধন্যবাদান্তে
অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া
পরিচালক
শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।”

হৃদিতা রোশনী:
Related Post