শুক্রবার, ১৩ জুন ২০২৫
দেশের প্রায় ৪ কোটি মানুষ ভুগছেন কোনো না কোনো থাইরয়েড জনিত সমস্যায়। আক্রান্তদের প্রতি ৭ জনের ৫ জনই নারী! যাদের ৬০ ভাগই রয়েছেন চিকিৎসার বাহিরে! এমন তথ্য দিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সময় মতো চিকিৎসা নিলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে,দেশের প্রায় ৪ কোটি মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন যা দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ! আক্রান্তদের ৭ জনের মধ্যে ৫ জনই নারী। এর মধ্যে ৬০ শতাংশ জানেনই না তারা থাইরয়েড সমস্যায় আক্রান্ত।অন্যদিকে প্রতি ২ হাজার ৩০০ শিশুর মধ্যে ১ টি শিশু জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে!
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নিয়মিত চিকিৎসায় এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব, আর চিকিৎসা না নিলে হতে পারে মৃত্যু!থাইরয়েড রোগ এটা হলো একটা নিরব ঘাতক! যদি কারো থাইরয়েড ক্যান্সার হয় আর সেই ক্যান্সারের যদি অপচিকিৎসা হয় বা জানা না থাকে তাহলে থাইরয়েড ক্যান্সার টা ছড়িয়ে যাবে তখন ট্রিটমেন্ট করা অত্যন্ত কঠিন। মৃত্যু পর্যন্তও তার হতে পারে এই থাইরয়েড ক্যান্সার এর জন্য।
জন্মের পরপর, বয়ঃসন্ধিকালে, গর্ভধারণ এর আগে এবং বয়স ৪০ হওয়ার পর থাইরয়েড পরীক্ষার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকদের।কি কি কারণে থাইরয়েড হয় এই সমস্ত তথ্য গুলো যদি আমরা জানাতে পারি এবং আমরা স্ক্রিনিং এর আওতায় আনতে পারি তখনই থাইরয়েডকে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং সেই সাথে থাইরয়েড রোগ যদি হয়েই যায় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিকার এর জন্য যদি দ্রুত ব্যবস্থা নেই তাহলেই আমাদের প্রতিকার বা প্রতিরোধ দুটাই সম্ভব।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার