X

ডা. মামুনের অনৈতিক গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার

আজ ১৯ নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার ডা. আবদুল্লাহ আল মামুনের অনৈতিক গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে মানববন্ধন করবেন ২৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।

গত ৯ নভেম্বর, ২০২০, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামে একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের সাত কর্মচারীর মারধরের পর সেখানে চিকিৎসা নিতে যাওয়া আনিসুল করিম নামে এক সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ভর্তি করানোর কয়েক মিনিট পরই তাকে অচেতন অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার এই মর্মান্তিক ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় জনকে আটক করার পাশাপাশি পুলিশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ নভেম্বর, ২০২০ মঙ্গলবার ভোর ৫.০০টায় সাদা পোশাকের পুলিশের একটি দল তাঁকে তার বাসা থেকে জিগ্যেসাবাদের জন্য নিয়ে গেলে পরে তাঁকে গ্রেফতার করা হয়।

ছবিঃ নিজস্ব বাসস্থান হতে গ্রেফতারকৃত ডা. আল মামুন।

রেজিস্ট্রার ডা. আল মামুনকে গ্রেফতার করে রিমান্ডে নেবার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিএপি( বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট), বিএমএ( বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন), দেশের সাধারণ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। তাই ডা. মামুনের মুক্তির দাবিতে ওই হাসপাতালের সকলে গতকাল সকাল থেকে হাসপাতালের পরিচালক বিধান রঞ্জন রায় ও সিনিয়র চিকিৎসকদের অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করছে।

ছবিঃ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বিক্ষোভরত কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও তিনি রামেক-৪২তম ব্যাচের একজন মেধাবী প্রাক্তন ছাত্র বিধায় আজ ১৯ নভেম্বর সকাল ১০:০০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এবং দুপুর ২.৩০ মিনিটে মহাখালির নতুন ডিজি অফিস, টিবি গেইটে ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকগণ ডা. আবদুল্লাহ আল মামুনের মুক্তির দাবিতে মানববন্ধন করবেন।

ছবিঃ ডা. মামুনের গ্রেফতারের প্রতিবাদে ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার চিকিৎসকগণের মানববন্ধন।
ছবিঃ ডা. মামুনের গ্রেফতারের প্রতিবাদে রামেকের চিকিৎসক এবং শিক্ষার্থীগণের মানববন্ধন।

আজকের ডা. আবদুল্লাহ আল মামুনের অনৈতিক গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে মানববন্ধনে সকল প্রাক্তন ও বর্তমান চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধনে সামিল হয়ে একাত্মতা প্রকাশ করার অনুরোধ করছেন আন্দোলনকৃত সবাই।

Sadia Kabir:
Related Post