X

ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারের দোষ স্বীকার করলো গ্লোব ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার

ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে পার পায় নি গ্লোব ফার্মাসিউটিকাল কোম্পানির প্রতিনিধি মো. কামরুল ইসলাম। ভুলের স্বীকারক্তি ও মুচলেকা প্রদান করতে হয়েছে তাকে।

গত ২৪ সেপ্টেম্বর ২০২০, গ্লোব ফার্মাসিউটিকেলস এর একজন প্রতিনিধি মো. কামরুল ইসলাম সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ম উপেক্ষা করে দুপুর ১২ টার পূর্বে সিকিউরিটি গার্ড এর সাথে অশালীন ভাষা ব্যবহার করে হাসপাতালের অভ্যন্তরে ভিজিট করতে থাকে। পরবর্তীতে ডা. আব্দুল্লাহ আল মারুফ (ইন্টার্ন ডক্টর) তাকে নিয়ম মেনে ভিজিট করতে বলেন। এতে সেই প্রতিনিধি উক্ত চিকিৎসককে হুমকি দেয় এবং হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের এর প্যাড, সিল ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর নকল করে ক্যাম্পাস ত্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে।

ডা. আব্দুল্লাহ আল মারুফ বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে জানালেন। অত:পর দ্রুততম সময়ে সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাস, অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন কো-অর্ডিনেটর এবং আতিক বাপ্পি ও শুভ সাবেরি জরুরী পদক্ষেপ নেন।

মো. কামরুল ইসলাম এর স্বীকারোক্তি

অবশেষে গ্লোব ফারমাসিউটিকেলস এর প্রতিনিধি মো. কামরুল ইসলাম বলেন- “আমি আবেগের বশীভূত হয়ে যে ভুলটি করেছি এর জন্য আন্তরিকভাবে অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ না করার নিশ্চয়তা প্রদান করছি”। সাথে তিনি একটি মূচলেকাও প্রদান করেন।

তথ্যসূত্রঃ ডা. আব্দুল্লাহ আল মারুফ, ইন্টার্ন ডক্টর, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল

Platform:
Related Post