X

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত ১৭১৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী , ৬ জনের মৃত্যু

১৮ ফেব্রুয়ারি, ২০২০
সময়ের আতঙ্ক সার্স করোনা ভাইরাস -২। চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৩,৪২৪ জন। এতে মারা গেছেন ১,৮৭৪ জন। আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন
চিকিৎসকরাও।

গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) এই প্রথমবারের মতো সরকারিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা প্রকাশ করেছে চীন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসাব অনুযায়ী, শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ছয় চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশজুড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ১,৭১৬ জন চিকিৎসক-নার্স। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১,১০২ জনই হুবেই প্রদেশের উহান শহরের। আর এই পরিসংখ্যান সামনে আসার পরেই ভয়ঙ্কর উদ্বেগের সৃষ্টি হয়েছে চীনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মহলে।

মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক জেং ইজিন জানিয়েছেন, চীনে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ৩ দশমিক ৮ শতাংশই চিকিৎসক। আর মৃত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকদের মৃত্যুর হার শূন্য দশমিক ৪ শতাংশ। মৃত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেং বলেছেন,‘সব চিকিৎসকদের প্রতি আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখন আক্রান্ত চিকিৎসকদের সুস্থ করে তোলার দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।’

উহান সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে লিখেছেন, তাঁর প্রায় ১৫০ জন সহকর্মী নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকি তিনি নিজেও করোনা ভাইয়ারসে আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন ওই চিকিৎসক গত বুধবার ওয়েইবোতে পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি যেখানে চিকিৎসাধীন আছি, সেখানকার রোগীদের বেশির ভাগই আমার সহকর্মী।’

ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যাপক বেনজামিন কাউলিং বলেছেন,”চিকিৎসকদের আক্রান্ত হওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। আক্রান্ত ব্যক্তিদের সেবা দিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব চিকিৎসকদের। অথচ তাঁদেরই আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post